1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
৩২ ঘণ্টা পর পুলিশের লাঠিচার্জে শাহবাগ মোড় ছাড়লেন অবরোধকারীরা - Nadibandar.com
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ড. ইউনূস-ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির বিশেষ ট্রেনে ঢাকায় সমাবেশে যোগ দেবে চট্টগ্রাম মহানগর ছাত্রদল পদ্মার এক পাঙ্গাসের দাম সাড়ে ৫৭ হাজার টাকা ক্যারিয়ারে প্রথমবার শাহরুখের হাতে জাতীয় পুরস্কার তারেক যেন দ্রুত দেশে আসেন, আল্লাহর কাছে ফখরুলের দোয়া ভারতীয় গণমাধ্যমে দাবি: ক্রিকেট খেলতে ভারতে আসছেন মেসি, প্রতিপক্ষ ধোনি-কোহলিরা! জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে সিংহাসনে বাংলাদেশ ’ কইলজ্যা কাঁপানো ৩৬ দিন’ শিরোনামে শনিবার দৃশ্যমাধ্যম সমাজের দিনব্যাপী কর্মসূচি জুলাই আন্দোলন: পালিয়ে থাকতে হয়েছিল ‘দেশটা তোমার বাপের নাকি’ গায়িকাকে মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মী নিয়োগে প্রতারণা, সতর্কতা
নদীবন্দর, ঢাকা
  • আপডেট টাইম : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১ বার পঠিত

প্রায় ৩২ ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখার পর সরানো হলো আন্দোলনকারীদের। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় পুলিশের দায়িত্বরত সদস্যরা লাঠিচার্জ করলে ছত্রভঙ্গ হয়ে শাহবাগ ত্যাগ করেছেন অবরোধকারীরা।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে এই অবরোধ কর্মসূচি চলছিল।

এই কর্মসূচির ফলে শাহবাগ মোড় অবরুদ্ধ থাকায় কাটাবন মোড়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, মৎস্যভবন মোড় ও শাহবাগ থানার সামনের সড়ক দিয়ে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

এসময় অনেকে মোটরসাইকেল নিয়ে এসেও ফিরে যেতে বাধ্য হচ্ছিলেন। চলছিল না বাস, প্রাইভেটকার এমনকি রিকশাও। এতে চরম ভোগন্তিতে পড়েন ওইসব সড়ক দিয়ে যাতায়াতকারীরা।

এদিন সকাল থেকেই আন্দোলনকারীরা ‘জুলাই সনদ দিতে হবে, দিতে হবে, দিতে হবে’,‘টালবাহানা, চলবে না চলবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

অবরোধকারীদের দাবিগুলোর মধ্যে ছিল- জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের স্বীকৃতি, শহীদ পরিবার ও আহতদের আজীবন সম্মান, চিকিৎসা, শিক্ষা ও কল্যাণের পূর্ণ নিশ্চয়তা দেওয়া, শহীদ পরিবার ও আহতদের দায়িত্ব নেওয়া, আহতদের সকল চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও কল্যাণমূলক ব্যয় রাষ্ট্রকে বহন করা, আহত ও শহীদ পরিবারের জন্য আজীবন সম্মানজনক ভাতা নিশ্চিত করা, শহীদ পরিবার ও আহতদের জন্য বিশেষ আইনি সুরক্ষা ও সহায়তা কেন্দ্র গঠন করা, শহীদ ও আহতদের ওপর সংঘটিত দমন-পীড়নের জন্য দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ডে বিচারকার্য সম্পন্ন করা এবং একটি স্বাধীন সত্য ও ন্যায় কমিশন গঠন করা।

নদীবন্দর/জেএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com