রাজধানী ঢাকায় রোববার সকাল থেকেই যানজট ভয়াবহ রূপ নেয়। শহরের বিভিন্ন প্রান্তে একযোগে কয়েকটি বড় রাজনৈতিক সমাবেশ, এইচএসসি ও বিসিএস পরীক্ষা এবং সপ্তাহের প্রথম কর্মদিবস—সব মিলিয়ে রাজধানীবাসী পড়েছেন চরম ভোগান্তিতে।
এদিন সকাল থেকে কল্যাণপুর, শ্যামলী, সায়েন্সল্যাব, মৎস্যভবন, হাইকোর্ট, শাহবাগ, টিএসসি, শহীদ মিনার ও কাঁটাবন এলাকায় গাড়ি ছিল চলন্ত কচ্ছপ। শাহবাগ মোড় কার্যত অচল হয়ে যাওয়ায় যানজট ছড়িয়ে পড়ে আশপাশের অলিগলিতেও।
একাধিক সমাবেশের কারণে সকাল সাড়ে ৮টা থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে যানজট আরও ঘনীভূত হয়। এ সময় গণপরিবহনে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। অনেকে বাসে উঠতে না পেরে দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। কর্মজীবী মানুষ, অফিসগামী যাত্রী ও পরীক্ষার্থীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে হিমশিম খেয়েছেন।
আসাদগেটে দাঁড়িয়ে থাকা চাকরিজীবী আসগর আলী বলেন, বাসে তো ওঠার জায়গা নেই। আর গাড়িও চলছে খুব ধীরে। অফিসে কখন পৌঁছাবো, বলা মুশকিল। কর্মদিবসে এমন বড় সমাবেশ না হলে ভালো হতো।
মালিবাগগামী মিঠু নামের আরেক যাত্রী বলেন, বারডেমে আমার আত্মীয় ভর্তি। গাড়িতে উঠেছি অনেক কষ্টে, কিন্তু গাড়ি একদম চলছে না।
সড়কে প্রচণ্ড চাপের প্রভাব পড়ে মেট্রোরেলেও। ফার্মগেট, পল্লবী, মিরপুরসহ বিভিন্ন স্টেশনে যাত্রীদের দীর্ঘ লাইন দেখা যায়। ফার্মগেট স্টেশনে টিকিটের জন্য অপেক্ষমাণ যাত্রী আসিফ আলী বলেন, রাস্তায় জ্যাম দেখে মেট্রো ধরলাম। কিন্তু এখানে এসেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
আরেক যাত্রী শাহীন আলম জানান, আজ মেট্রোরেলের দুটি ট্রেন মিস করেছি। এত যাত্রী কখনো দেখিনি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, তিনটি রাজনৈতিক সংগঠনের সমাবেশকে ঘিরে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে যানচলাচল নিয়ন্ত্রিত থাকবে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শহরবাসীকে বিকল্প রুট ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।
যানচলাচলে ডাইভারশন নির্দেশনা
ইন্টারকন্টিনেন্টাল মোড়: উত্তরমুখী যানবাহন হেয়ার রোড বা মিন্টু রোড ব্যবহার করবে। কাঁটাবন মোড়: পশ্চিম দিক থেকে আসা গাড়িগুলো নীলক্ষেত বা পলাশী হয়ে যাবে। মৎস্যভবন: যানবাহন হেয়ার রোড বা মনসুর আলী সরণি হয়ে ঘুরে চলবে। টিএসসি ও রাজু ভাস্কর্য এলাকা: শাহবাগ এড়িয়ে নীলক্ষেত বা দোয়েল চত্বর হয়ে চলাচলের পরামর্শ। শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান: সংলগ্ন রাস্তাগুলো এড়িয়ে চলতে বলা হয়েছে।
আজ ঢাকায় একযোগে এইচএসসি ও বিসিএস পরীক্ষা হচ্ছে। যানজটের কারণে পরীক্ষার্থীদের যেন কোনোভাবে দেরি না হয়, সেজন্য যথেষ্ট সময় হাতে নিয়ে রওনা হওয়ার অনুরোধ জানিয়েছে প্রশাসন। অভিভাবকদেরও এই বিষয়ে সচেতন থাকতে বলা হয়েছে।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর সড়ক ও গণপরিবহনে দেখা যায় এক রকম স্থবিরতা। যেখানে যান চলছে, সেখানে গতি ছিল অত্যন্ত ধীর। ব্যস্ত নগর জীবনে এ ধরনের যানজট শুধু মানুষের কর্মঘণ্টাই নষ্ট করছে না, বাড়াচ্ছে মানসিক চাপও।
নদীবন্দর/এএস