রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত শাহবাগ এলাকা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের মাঝে উৎসের আমেজ লক্ষ্য করা গেছে।
রোববার (৩ আগস্ট) সকাল থেকে শাহবাগ সমাবেশস্থলে জড়ো হতে থাকে হাজার হাজার নেতাকর্মী। বিভিন্ন স্লোগানে সরব রাখতে এসব নেতাকর্মীরা।
নেতাকর্মীরা ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘খালেদা জিয়া ভয় নাই’, ‘জিয়ার সৈনিক এক হও’ এমন সব স্লোগানে মুখরিত শাহবাগ মোড়।
সমাবেশে আগত উচ্ছ্বসিত নেতাকর্মীরা বলেন, আপানারা দেখছেন ইতোমধ্যে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছেন। সমাবেশ শুরু হতে কিছুটা সময় বাকি থাকলেও আমরা স্লোগানের মাধ্যমে তাদের উজ্জীবিত রাখছি। একই সঙ্গে স্বৈরাচারকে বার্তা দিচ্ছি, এই বাংলায় স্বৈরাচারের কোনো ঠাঁই নেই।
সমাবেশ শুরু না হওয়া পর্যন্ত কর্মীদের মধ্যে উদ্দীপনা ধরে রাখতে একটানা স্লোগান দিয়ে যাচ্ছে কর্মীরা। এই স্লোগানের ধারাবাহিকতা সমাবেশ শেষ পর্যন্ত বজায় থাকবে।
ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বলছেন, আমরা স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে সংগ্রাম করেছি এখনও সেভাবে মাঠে থাকবো। দেশ বিরোধী ও গণতন্ত্র বিরোধী কোন শক্তিকে আমরা আপোষ করবে না। দেশের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে পায়ে হেঁটে সমাবেশে আসছেন।
নদীবন্দর/জেএস