টাঙ্গাইলের মধুপুর উপজেলায় মোটরসাইকেল ও অটোভ্যান সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন।
বুধবার সন্ধ্যায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কাকরাইদ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– অমিত হাসান কাকরাইদ আকালিয়াবাড়ির শাহজাহান আলীর ছেলে। শিমুল গোবুদিয়া গ্রামের শামসুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শী গোবুদিয়া গ্রামের ডিশ লাইনের কর্মী মামুন জানান, তিন বন্ধু মোটরসাইকেলে জলছত্র এলাকা থেকে দ্রুতবেগে কাকরাইদ যাচ্ছিল।
টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কাকরাইদ বাজার এলাকায় বিপরীতগামী অটোভ্যানের সঙ্গে ওই মোটরসাইকেলের সংঘর্ষ বাধে। এতে আহত তিন বন্ধুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মোটরসাইকেলচালক অমিত হাসানকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
অন্য দুই আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাত আড়াইটার দিকে শিমুলকে ঢাকায় পাঠানো হয়।
সেখানে নেয়ার পর শেষ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।
মধুপুর থানার ওসি তারিক কামাল জানান, থানায় এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি।
উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় ২০০ গজের মধ্যে আরেক মোটরসাইকেল দুর্ঘটনায় মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী মধুপুরের আশুরা গ্রামের সেলিম হোসেন নামে এক তরুণের মৃত্যু হয়।
নদী বন্দর/বিআর