আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৫০ লাখ ব্যালট বাক্সের লক কিনবে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি ১৭ লাখ ৫০ হাজার মার্কিং সিলও কিনতে যাচ্ছে সংস্থাটি। সোমবার (০৪ আগস্ট) নির্বাচনি সামগ্রী কেনাকাটার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের জন্য লাল গালা প্রয়োজন হবে ২৩ হাজার কেজি। স্বচ্ছ ব্যালট বাক্সের লক প্রয়োজন পড়বে ৫০ লাখ, অফিসিয়াল সিল লাগবে আট লাখ ৪০ হাজার, মার্কিং সিল লাগবে ১৭ লাখ ৫০ হাজার, ব্রাস সিল লাগবে ১ লাখ ১৫ হাজার, গানি ব্যাগ প্রয়োজন হবে এক লাখ ১৫ হাজার, হেসিয়ান বড় ব্যাগ লাগবে ৭০ হাজার আর হেসিয়ান ছোট ব্যাগ লাগবে এক লাখ ১৫ হাজার।
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কেনাকাটা শেষ করা হবে উল্লেখ করে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ইতোমধ্যে আটটি আইটেম দরকার রয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পাওয়া যাবে। ইসির হাতে থাকা স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার উপযোগী ও যাচাই বাছাই করে চূড়ান্ত করা হবে।
নদীবন্দর/ইপিটি