গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণভবন অভিমুখে বিশাল সাইকেল র্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। ‘৩৬ জুলাই’ মঙ্গলবার (৫ আগস্ট) ভোরে এই র্যালি অনুষ্ঠিত হয়। সাইকেল র্যালিতে শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করে।
জাতীয় রাজনীতিতে ৫ আগস্টের তাৎপর্য স্মরণ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে র্যালিটি আয়োজন করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজাধীন গণভবনে গিয়ে আবার অন্য সড়ক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে শেষ হয়।
শিক্ষার্থী সাইক্লিস্টরা এ সময় বাংলাদেশ ও মজলুম ফিলিনিস্তের পতকা বহন, প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে।
আয়োজকরা বলেন, এই র্যালির মাধ্যমে তারা শান্তিপূর্ণভাবে সাধারণ শিক্ষার্থীদের মাঝে গণঅভ্যুত্থানের বার্তা পৌঁছে দিতে চেয়েছেন এবং গণতান্ত্রিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
সাইকেল র্যালিতে শিবিরের কেন্দ্রীয় নেতা অংশ নেন। বিশেষ করে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম, দফতর সম্পাদক সিগবাতুল্লাহ সিগবা, প্রচার সম্পাদক সাদিক কায়েম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি এস এম ফরজাদ এবং সেক্রটারি মহিউদ্দিন খান।
নদীবন্দর/জেএস