বাংলাদেশের ফুটবলে অসামান্য সাফল্য এসেছে নারী দলের হাত ধরে। নারী ফুটবলাররা দেশের জন্য সুনাম বয়ে আনছেন নিয়মিতই। কদিন আগেই প্রথমবারের মত এশিয়ান কাপের মূল পর্বে খেলাও নিশ্চিত করেছে বাংলাদেশ। এমন সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন নারী দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমা। তারকা এই ফুটবলারের বাড়ি পার্বত্য চট্টগ্রামের জেলা রাঙামাটিতে।
গত বছর বাংলাদেশের সাফ জয়ের যাত্রায় দলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ঋতুপর্ণা। এশিয়ান কাপের বাছাইপর্বেও তিনি ছিলেন উজ্জ্বল। তবে তারকা ফুটবলার হলেও তার বাড়ি দেখে তা বুঝার উপায় নেই।
বাংলাদেশের তারকা এই ফুটবলারের গ্রামের বাড়ির অবস্থা জীর্ণ-শীর্ণ। তার বাবা নেই, একমাত্র ভাইও নেই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিও তিনিই। এদিকে অসুস্থ মায়ের চিকিৎসার পেছনেও খরচ হয় অনেক অর্থ। ফলে বাড়ির অবস্থাও আর বদলায়নি।
এমন অবস্থায় বাংলাদেশের তারকা এই ফুটবলারের বাড়ি বানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আজ বিকেলে বিসিবির বোর্ড সভা ছিল। সভা শেষে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। তিনি বলেন, ‘জাতীয় নারী দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে বাড়ি করে দেবে বিসিবি।’
নদীবন্দর/জেএস