রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে কয়েক দিন ধরে। আজ সোমবার (১১ আগস্ট) সংঘর্ষ চলাকালে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ দুজনকে আটক করেছে। সংঘর্ষে এখন পর্যন্ত তিনজন আহত হয়েছেন।
স্থানীয়রা বলছেন, জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের মধ্যে পাঁচ দিন ধরে দফায় দফায় সঘর্ষ চলছে। সোমবার (১১ আগস্ট) দুপুর দেড়টার দিকে মাদক কারবারি বুনিয়া সোহেল গ্রুপের সদস্য শাহ আলমকে একা পেয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। ৭ নম্বর সেক্টরের শেষ মাথায় হুমায়ুন রোড ময়লার গলিতে এই ঘটনা ঘটে।
সংঘর্ষে নিহত যুবকের নাম- শাহ আলম (২২)। এছাড়াও বশির বাবুর্চি (৪০), মদিনা (২০) ও ফায়জান (২৫) নামে আরও তিনজন আহত হয়েছেন।
এ ঘটনার পর দেশীয় ধারালো অস্ত্রসহ দুইজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন ফয়সাল (২৫) ও সেলিম (২৪)।
পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, আমরা দুপুরের পর জেনেভা ক্যাম্পে একটা অভিযান চালিয়েছি। এ সময় ঘটনার সাথে জড়িত দুজনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছি। পাশাপাশি জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
নদীবন্দর/জেএস