1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
পাথর লুটে সম্পৃক্ত থাকায় বিএনপি নেতার পদ স্থগিত - Nadibandar.com
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নদীবন্দর, সিলেট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১ বার পঠিত

গত কয়েকদিন ধরে সিলেট অঞ্চলে অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনা নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নাম উঠে আসছে। এই অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের পদ স্থগিত করা হয়েছে। অবশ্য কেন্দ্র থেকে পদ স্থগিত করার বিজ্ঞপ্তিতে পাথর উত্তোলনে জড়িত থাকার বিষয়ে উল্লেখ করা হয়নি। তবে চাঁদাবাজি ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, চাঁদাবাজি, দখলবাজিসহ বিএনপি’র নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে সিলেট জেলাধীন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি সাহাব উদ্দিনের সকল দলীয় পদ স্থগিত করা হয়েছে। তার স্থলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

প্রসঙ্গত, সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র সাদা পাথরের পাথর লুট হচ্ছে বেশ কিছুদিন ধরে। তবে গত দুই সপ্তাহে লুটেরাদের তাণ্ডবে লন্ডভন্ড অবস্থা কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদা পাথরের। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

এদিকে পাথর উত্তোলন বন্ধ করতে সরকারের শক্ত পদক্ষেপ না থাকার সমালোচনা করছেন অনেকে। আবার এই কাজে স্থানীয় বিএনপি ও যুবদল নেতাদেরও নাম উঠে এসেছে।

পরিবেশবিদরা বলছেন, এই অবস্থা চলতে থাকলে দেশের পর্যটকদের কাছে পরিচিত সাদা পাথর পর্যটন স্পটটি বিলীন হয়ে যেতে পারে।

নদীবন্দর/জেএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com