রাজশাহীর পবা উপজেলায় খড়খড়ি বামন শেখর চাপাপুকুর এলাকায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে ওই এলাকার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ পাওয়া গেছে। পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত আমান আজিজ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমি ঘটনাটি শুনেছি। আমি ত্রাণ বিতরণের জন্য এখন পদ্মার চরাঞ্চলে আছি। কী কারণে, কীভাবে, কী ঘটেছে— এ মুহূর্তে বিস্তারিত বলতে পারছি না, বিস্তারিত পরে জানা যাবে।
আরএমপির মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, স্ত্রী, ছেলে ও মেয়েকে গলাটিপে হত্যা করে বাবা আত্মহত্যা করেছে। তাদের নাম-পরিচয় পাইনি। সেখানে পুলিশ পাঠিয়েছি। আমিও ঘটনাস্থলে যাচ্ছি। এরপর বিস্তারিত জানতে পারব এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করা হবে।
কারণ সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, কারণ জানা যায়নি। গিয়ে সব জানতে পারব। তবে কী আর কারণ হবে, হয়ত পারিবারিক অশান্তির কারণে হতে পারে।
এদিকে ওই ব্যক্তির বাবার কাছ থেকে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। ঋণ ও খাদ্যের অভাবে তিনি এ কাজ করেছেন বলে লেখা রয়েছে।
সুইসাইড নোটে লেখা আছে, ‘আমি পিতা নিজ হাতে মারলাম। আমি যদি মারা যাই, তাহলে আমার মেয়ে কার আশায় বেঁচে থাকবে। কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না। আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। এত কষ্ট আর মেনে নিতে পারছি না। তাই আমরা বেঁচে থাকার চেয়ে মরে গেলাম। চিরদিনের জন্য চলে গেলাম।… আমি চাই সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।’
নদীবন্দর/জেএস