বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকার থানাগুলোতে অনলাইনে জিডি করার পদ্ধতি চালু করা হলেও সেটি কার্যকর ছিল না। নামে মাত্র সেটি প্রচার করা হয়েছিল। সেই প্রক্রিয়ার হালে পানি দিলো ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বর্তমান প্রশাসন। এখন থেকে অনলাইনে জিডি করা যাবে এমন জানিয়েছে ডিএমপি।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ডিএমপির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।
ডিএমপি বলছে, পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ পুলিশের এমন নানা উদ্যোগ। এরই অংশ হিসেবে গত ১০ আগস্ট ঢাকা মহামগর পুলিশের সকল থানায় অনলাইন জিডি কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে। এখন থেকে যে কেউ ঘরে বসেই অনলাইনে করতে পারবেন সাধারণ ডায়েরি (জিডি)। গুগল প্লে স্টোর থেকে অনলাইন জিডি (Online GD) অ্যাপসটি ডাউনলোড করে নির্দেশনা মোতাবেক স্মার্ট ফোনের মাধ্যমে সহজেই করা যাবে জিডি।
ডিএমপি জানিয়েছে, থানায় নিয়মিত জিডির মতোই এতে একজন আবেদনকারী একটি জিডি নম্বর প্রাপ্ত হবেন এবং জিডি সংক্রান্ত হালনাগাদ তথ্য ও পাবেন।
ব্যবহারকারীর নিবন্ধিত মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে আবেদনকারীর তথ্য সংরক্ষণ করা হয় বিধায় এতে ব্যক্তিগত গোপনীয়তা ও বজায় থাকে।
অনলাইন জিডির মাধ্যমে পুলিশের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির পাশাপাশি নাগরিকদের মূল্যবান সময়ও সাশ্রয় হবে। কেবল জিডি করাই নয়, জিডির ভিত্তিতে পুলিশ কর্তৃক গৃহীত ব্যবস্থা সম্পর্কে জানার সুযোগ থাকায় এটি নাগরিক জীবনে স্বস্তিও বয়ে আনবে।
অনলাইন জিডির পাশাপাশি প্রচলিতভাবেও জিডি কার্যক্রম অব্যাহত থাকবে। করলে জিডি অনলাইনে, মিলবে সেবা সহজে।
নদীবন্দর/ ইপিটি