রাজধানীর মহাখালী এলাকায় একটি পেট্রোল পাম্পে লাগা ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা সোয়া সাতটার দিকে ইউরেকা নামে ওই পেট্রোল পাম্পে আগুন লাগে। আধা ঘণ্টার চেষ্টায় পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এই তথ্য নিশ্চিত করেছেন।
এই কর্মকর্তা জানান, ৮টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। পরে একে একে ১১টি ইউনিট ঘটনাস্থলে যায়। তাদের চেষ্টায় ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার পর বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
নদীবন্দর/জেএস