ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৪৫ জন।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে এই বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
তিনি বলেন, ‘পরিবেশ খুবই চমৎকার। সকাল থেকে শিক্ষার্থীরা আনন্দমুখর পরিবেশে শিক্ষার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন, কেউ কেউ জমা দিচ্ছের, আবার কেউ সংবাদ সম্মেলন করছেন। এতেই বুঝা যাচ্ছে, এবারের ডাকসু কতটা আনন্দমুখর হতে যাচ্ছে।’
জসীম উদ্দিন আরও বলেন, ‘যখনই দেশ বিপদ পড়েছে আমাদের শিক্ষার্থীরা সবার আগে এসে দাঁড়িয়েছে।’
ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ। বিকেল চারটা পর্যন্ত এই মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।
নদীবন্দর/জেএস