1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
নগরকান্দা পৌর নির্বাচনে বিজয়ী হয়েছেন যারা - Nadibandar.com
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৪৪ বার পঠিত

ফরিদপুরের পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনােনীত মেয়র প্রার্থী নিমাই চন্দ্র সরকার নৌকা প্রতিক নিয়ে প্রথমবারের মতাে মেয়র নির্বাচিত হয়েছেন। এ পৌরসভায় মােট ভােটার সংখ্যা ৮হাজার ৬৬৩ জন। এরমধ্যে ৬ হাজার ৮৯৭ জন ভােট প্রয়ােগ করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, আওয়ামীলীগ মনােনীত প্রার্থী নিমাই চন্দ্র সরকার ২ হাজার ১৯৯ ভােট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি  প্রার্থী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মােঃ মাসুদুর রহমান জগ প্রতি নিয়ে পেয়েছেন ১২২৮ ভােট। এছাড়া বিদ্রোহী প্রার্থী কামরুজ্জামান মােবাইল ফোন প্রতিক নিয়ে পেয়েছেন ১২০০ ভােট, দেলােয়ার হােসেন দুলু (বিদ্রোহী) নারিকেল গাছ প্রতিকে ৯০৫ ভােট, বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি) মনােনীত প্রার্থী মােঃ আলিমুজ্জামান সেলু ৭১৮ ভােট, মােঃ আরিফ আহমেদ (বিদ্রোহী) ইস্ত্রি প্রতিকে ৪৬৯ ভােট এবং অন্য বিদ্রোহী প্রার্থী মনিরুজ্জামান বা চামচ প্রতিক নিয়ে পেয়েছেন ১৭৮ ভােট।

কাউন্সিলর পদে যারা নির্বাচিত হয়েছেন, ১ নং ওয়ার্ডে কাউসার মাহমুদ (পাঞ্জাবি), ২নং ওয়ার্ডে নাছির মাহমুদ (পানির বােতল), ৩ নং ওয়ার্ডে বাবলু মাতুব্বর (উট পাখি), ৪নং ওয়ার্ডে জালাল উদ্দিন সরদার (উট পাখি), ৫নং ওয়ার্ডে জিয়াউর রহমান জিয়া (পাঞ্জাবি), ৬নং ওয়ার্ডে এমদাদুল মাতুব্বর (উটপাখি), ৭নং ওয়ার্ডে জাকির হােসেন জাকারিয়া (উট পাখি), ৮নং ওয়ার্ডে আমিন ফকির (পাঞ্জাবি) এবং ৯নং ওয়ার্ডে মাসুদুর রহমান মিকু (উট পাখি)। এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১,২ ও ৩নং ওয়ার্ডে জবা ফুল নিয়ে খাদিজা বেগম, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে জবাফুল নিয়ে শিরিয়া বেগম এবং ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে চশমা প্রতিক নিয়ে পারুলী বেগম নির্বাচিত হয়েছেন।

দেশের ৫৬ টি পৌরসভা নির্বাচনের ঘােষণা নির্বাচন কমিশনের। তারই অংশ হিসেবে কঠোর নিরাপত্তার মধ্যে ভােটারদের উপস্থিতিতে নগরকান্দা পৌরসভা নির্বাচন শান্তিপূর্ন ভাবে শেষ হয়েছে।নিরাপত্তা চাদরে সকল কেন্দ্র ছিলাে ঢাকা। সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভােটগ্রহন। প্রস্তুত ছিল নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনী। ৯ টি ভােট কেন্দ্রের মােট ৩১ টি বুথে ভােটাররা তাদের ভােট প্রদান করেন। নির্বাচনে সার্বক্ষনিক ৯ জন ম্যাজিষ্ট্রেট ও বিজিবি নিয়ােজিত ছিলাে বিজিবি র সাথে রয়েছে ১৮৪ জন পুলিশ বাহিনীর সদস্য, আনসার বাহিনীর সদস্যরা। নগরকান্দা পৌরসভা নির্বাচনে সাত জন মেয়র প্রার্থী, ১৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৩৭ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী প্রতিদন্দীতা করে।

পৌরসভায় মােট ভােটার সংখ্যা ৮,৬৬৩ জন। মহিলা ভােটার সংখ্যা ৪,৩৩০ ও পুরুষ ভােটার সংখ্যা ৪,৩৩৩ জন। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশন সকল প্রকার প্রস্তুতি গ্রহন করে। শতস্পূর্ত ভাবে ভােটাররা তাদের ভােটাধিকার প্রয়ােগ করে।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com