ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একগুচ্ছ কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ব্যস্ততা কারণে বৈঠকে ছিলেন না প্রধান নির্বাচন কমিশনার। অন্যদিকে ইসি সচিব রয়েছেন জাপানে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর আড়াইটায় আগারগাঁওস্থ নির্বাচন ভবনে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে এই বৈঠক শুরু হয়। কিন্তু নির্বাচনের রোডম্যাপ নিয়ে বৈঠকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এ ব্যাপারে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘কর্মপরিকল্পনা নিয়ে আমরা বৈঠক শুরু করলাম। অনেকগুলো বিষয় থাকায় আজকের মধ্যে সম্ভব নাও হতে পারে। সে ক্ষেত্রে রোববার সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
এদিকে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সংক্রান্ত চিঠিও দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে।
এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনারও বলেছেন, ভোটের তারিখের প্রায় দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন সভায় আলোচনা শেষে জানানো হয়, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দেবে ইসি।
গণঅভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর গত বছরের নভেম্বরে দায়িত্ব নেয় এএমএম নাসির উদ্দিন কমিশন।
অন্য কমিশনাররা হলেন- আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ। অন্যদিকে ইসি সচিব হিসেবে রয়েছেন আখতার আহমেদ।
নদীবন্দর/ইপিটি