রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহারের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেফতার করেছে কলম্বো পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
লঙ্কান টেলিভিশন চ্যানেল আদা ডেরানার এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২২ আগস্ট) সকালে ৭৬ বছর বয়সী বিক্রমাসিংহেকে তার বিরুদ্ধে লন্ডনে একটি সফরের বিষয়ে চলমান তদন্তে জবানবন্দি রেকর্ড করতে কলম্বোর সিআইডি কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে র্দীঘ জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার করা হয়। তাকে কলম্বোর একটি ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা রয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট থাকাকালীন কিউবায় জি৭৭ শীর্ষ সম্মেলন থেকে ফেরার পথে যুক্তরাজ্যের লন্ডন গিয়েছিলেন বিক্রমাসিংহে এবং তার স্ত্রী। সেখানে তারা উলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন। তবে এটি একটি ব্যক্তিগত সফর ছিল এবং যার জন্য তিনি সরকারি তহবিলের অপব্যবহার করেছেন বলে অভিযোগ লঙ্কান পুলিশের।
শ্রীলঙ্কার রেকর্ড ছয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী বিক্রমাসিংহেকে ২০২২ সালে চরম আর্থিক সংকটের দায়ে রাজাপাকসে সরকারের পতনের পর দ্বীপরাষ্ট্রটির প্রেসিডেন্টের দ্বায়িত্ব নেন।
বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট থাকাকালীন ২৩ বার বিদেশ ভ্রমণ করেছেন বিক্রমাসিংহে, যার খরচ ৬০ কোটি লঙ্কান রুপিও বেশি (২০ লাখ ডলার)।
সূত্র: রয়টার্স, বিবিসি
নদীবন্দর/এএস