পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তিন দিনের সফরে ঢাকায় এসেছেন। পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী ১৩ বছর পর ঢাকায় এলেন।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইসহাক দারকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
২০১২ সালের পর ঢাকা সফরকারী পাকিস্তানের সর্বোচ্চ ঊর্ধ্বতন কর্মকর্তা হলেন ইসহাক দার। ২০১২ সালে পাকিস্তান তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ইসলামাবাদে অনুষ্ঠিত ডি–৮ সম্মেলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে ঢাকায় এসেছিলেন।
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ সফর পাকিস্তান–বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, উপ–প্রধানমন্ত্রী দার আজ বাংলাদেশে ঐতিহাসিক সফর শুরু করেছেন। ঢাকায় তিনি বাংলাদেশি নেতাদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটলে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নতুন মোড় নেয়। দীর্ঘদিনের ঠান্ডা সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে গত এপ্রিলে ঢাকায় আসেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালোচ। তার ধারাবাহিকতায় এবার ঢাকা সফরে এলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী।
আগামীকাল রোববার (২৪ আগস্ট) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে তিনি বৈঠক করবেন। প্রথমে একান্ত বৈঠক এবং পরে প্রতিনিধি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানা গেছে।
আলোচনায় ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, সংযুক্তি, জনগণের চলাচল সহজীকরণসহ দ্বিপক্ষীয় নানা বিষয় অগ্রাধিকার পাবে।
রোববার বিকেলে ইসহাক দার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একইদিন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান বাসায় দেখা করার পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে তার।
নদীবন্দর/এএস