1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
‘ফ্যাসিবাদী’ বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা থালাপতি বিজয়ের - Nadibandar.com
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন
নদীবন্দর,ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২ বার পঠিত

দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় রাজনীতিতে নাম লিখিয়েই ভারতের রাজনীতির মাঠ কাঁপাচ্ছেন। মাদুরাইয়ে অনুষ্ঠিত হয়েছে অভিনেতার রাজনৈতিক দল- তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে)-এর মহাসমাবেশ। সেই সমাবেশ মঞ্চে দাঁড়িয়েই তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপিকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে আদর্শগত যুদ্ধ ঘোষণা করেছেন।

বিজেপিকে ‘আদর্শগত শত্রু’ এবং তামিলনাড়ুর ক্ষমতাসীন দল- দ্রাবিড় মুনেত্র কাজাগাম (ডিএমকে)-কে ‘একমাত্র রাজনৈতিক শত্রু’ হিসেবে উল্লেখ করে বিজয় বলেন, ‘আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি। আর আমাদের রাজনৈতিক শত্রু হলো ডিএমকে। টিভিকে এমন কোনো দল নয়, যারা কাউকে ভয় পায় বা কোনো আন্ডারগ্রাউন্ড মাফিয়া ব্যবসা চালায়। পুরো তামিলনাড়ুর শক্তি আমাদের সঙ্গে আছে। চলুন, আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি।’

২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ‘একলা চলো’ নীতি গ্রহণের কথা ঘোষণা করে তিনি আরও বলেন, ‘সিংহ সব সময়ই সিংহ। একবার গর্জন করলে সেই শব্দ আট কিলোমিটার পর্যন্ত কম্পন সৃষ্টি করে। এমন সিংহ শিকার করতে বের হয়। জঙ্গলে অনেক শিয়াল থাকে, কিন্তু সিংহ থাকে মাত্র একটি। সিংহই জঙ্গলের রাজা। সিংহ জানে কী করে টিকে থাকতে হয়।’

বিজয় এ নির্বাচনী লড়াইকে তুলনা করেছেন তামিল রাজনীতির দুই ঐতিহাসিক বছর ১৯৬৭ ও ১৯৭৭-এর সঙ্গে। তিনি বলেন— ‘২০২৬ সালেও ঘটবে ১৯৬৭ আর ১৯৭৭-এর মতো এক রাজনৈতিক জাদু। নতুন শক্তি উঠে আসবে।’

মোদির সমালোচনা করে বিজয় বলেন, ‘আপনারা হয়তো ভাবছেন ২০২৯ সাল পর্যন্ত আপনাদের যাত্রা মসৃণ হবে। কিন্তু আমি স্পষ্ট করে বলছি, পদ্মপাতায় যেমন জল আটকে থাকে না, তেমনি তামিলরাও বিজেপির সঙ্গে থাকবে না।’

মোদিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন— ‘এনইইটি বাতিল করুন! পারবেন কি, নরেন্দ্র মোদি? আপনার একগুঁয়েমির কারণে আমাদের ছাত্র-ছাত্রীরা ভুগছে।’

প্রসঙ্গত, ২০২৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিজয়ের দল টিভিকে তামিলনাড়ুর রাজনীতিতে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। মাদুরাইয়ের সভায় তিনি যে স্পষ্ট ও কঠোর ভাষায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন, তা মুহূর্তেই সাড়া ফেলে দিয়েছে রাজনীতির মাঠে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তামিল রাজনীতিতে ডিএমকে ও এআইএডিএমকের বিকল্প হিসেবে টিভিকেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন থালাপতি বিজয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে

নদীবন্দর/এএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com