1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
১০ হাজার বাংলাদেশি ছাত্রকে কাজের অনুমতির বিষয়ে যা বলছে মালয়েশিয়া - Nadibandar.com
রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
নদীবন্দর,ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১ বার পঠিত

মালয়েশিয়ায় অধ্যয়নরত ১০ হাজার বাংলাদেশি শিক্ষাথীকে উচ্চ-দক্ষতার চাকরির সুযোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির উচ্চ শিক্ষামন্ত্রী ড. জাম্ব্রি আব্দুল কাদির।

বৃহস্পতিবার দেশটির কেদাহ রাজ্য পরিষদের শিল্প ও বিনিয়োগ, উচ্চশিক্ষা এবং বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন কমিটির প্রধান হাইম হিলমান আবদুল্লাহ বলেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চলতি মাসের শুরুতে রাষ্ট্রীয় সফরের সময় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীদের মালয়েশিয়ায় কাজের সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন।

তিনি দাবি করেন, উচ্চ শিক্ষামন্ত্রী জাম্ব্রি ড. মুহাম্মদ ইউনূসের প্রস্তাবটি বিবেচনা করছেন এবং তিনি এটি গ্রহণ করতে পারেন।

হিলমান আবদুল্লাহ এই দাবিকে ভিত্তিহীন উল্লেখ করে ড. জাম্ব্রি বলেন, ‘ড. ইউনুসের সঙ্গে মালয়েশিয়ায় ভর্তি হওয়া ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে এখানে থাকার এবং কাজের সুযোগ দেওয়ার মতো কোনও কথা বা চুক্তি হয়নি এবং আমি কখনও বলিনি যে আমি এই ধরনের প্রস্তাবে রাজি। কারণ শুধুমাত্র উচ্চশিক্ষা মন্ত্রণালয় এই ধরণের সিদ্ধান্ত নিতে পারে না, বিষয়টি অন্যান্য মন্ত্রণালয়ের সম্পর্কিত।’

এক বিবৃতিতে ড. জাম্ব্রি বলেন, ড. হাইম হিলমান আবদুল্লাহকে এ ধরনের দাবি করার ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত।

তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশের একটি সংবাদপত্রের প্রতিবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীদের মালয়েশিয়ায় কাজের সুযোগ দেওয়ার জন্য ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা অনুমোদনের অভিযোগ করেছেন হাইম।

ড. জাম্ব্রি বলেন, একজন একাডেমিক হিসেবে (যিনি ইউনিভার্সিটি উতারা মালয়েশিয়া (ইউইউএম)-এর উপাচার্য ছিলেন) হাইমের উচিত ছিল যাচাইকৃত তথ্যের ভিত্তিতে বিবৃতি দেওয়া, অনুমান কিংবা ভুয়া তথ্য ছড়িয়ে দেওয়া নয়।

তিনি আরও জোর দিয়ে বলেন, একাডেমিক নীতির দাবি হলো তথ্য সঠিক ও সত্য হওয়া। মিথ্যা তথ্য দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার জন্য ‘বিষয়বস্তু’ তৈরির অভ্যাস অবিলম্বে বন্ধ করা উচিত।

প্রসঙ্গত, টিকটকের একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, হাইম রাজ্য বিধানসভায় বলছেন: এই ধরনের প্রস্তাব গ্রহণ করা উচিত নয় কারণ দেশে ১৯ লাখ মানুষ আংশিক কর্মহীন এবং ৫ লাখ মানুষ সম্পূর্ণ বেকার।

সূত্র: ফ্রি মালয়েশিয় টুডে, দ্য স্ট্রেইট টাইমস

নদীবন্দর/জেএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com