1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
মিয়ানমারে ঐতিহাসিক রেলসেতু উড়িয়ে দিল বিদ্রোহীরা, দাবি জান্তার - Nadibandar.com
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন
নদীবন্দর,ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১ বার পঠিত

মিয়ানমারের অভ্যুত্থানবিরোধী সশস্ত্র একাধিক গোষ্ঠী বোমা হামলা চালিয়ে ঔপনিবেশিক আমলে নির্মিত একটি রেলসেতু, যা সে সময়ের বিশ্বের সবচেয়ে উঁচু রেলসেতু হিসেবে পরিচিত ছিল- উড়িয়ে দিয়েছে বলে দাবি করেছে দেশটির সামরিক জান্তা।

রোববার (২৪ আগস্ট) জান্তা সরকারের মুখপাত্র জ্য মিন তুন এক ভিডিও বার্তায় বলেছেন, বিদ্রোহী গোষ্ঠী তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) ও পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) সদস্যরা বিস্ফোরণ ঘটিয়ে ঐতিহাসিক ‘গোকটেইক সেতু’ ধ্বংস করে দিয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ভূপৃষ্ঠ থেকে ১০২ মিটার (প্রায় ৩৩৪ ফুট) উঁচুতে অবস্থিত গোকটেইক রেলওয়ে সেতু বর্তমানে মিয়ানমারের সবচেয়ে উঁচু সেতু। ১৯০১ সালে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে চালুর সময় এটি ছিল বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে ট্রেসেল সেতু।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, দেশটির মান্দালয় থেকে উত্তর শান অঙ্গরাজ্যকে রেলপথে সংযুক্ত করা এই সেতুটি, যা পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানও- আংশিকভাবে ধসে পড়েছে ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে টিএনএলএর মুখপাত্র লওয়ে ইয়াই উ অভিযোগ অস্বীকার করে বলেছেন, জান্তার বোমা হামলায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি এএফপিকে বলেন, ‘আজ সকালে জান্তা সেনারা ড্রোন ব্যবহার করে আমাদের ঘাঁটিগুলোতে হামলার চেষ্টা করে। তারা আমাদের বাহিনীকে লক্ষ্যবস্তু করেছিল। কিন্তু তাদের বোমা গোকটেইক সেতুতেও আঘাত হানে।’

সম্প্রতি নাওংকিও ও কিয়াউকমি শহরে দেশটির জান্তা সৈন্য ও টিএনএলএর যোদ্ধাদের মাঝে তীব্র সংঘর্ষ হয়েছে। যদিও গত জুলাইয়ে নাওংকিও শহর পুনর্দখলের দাবি করেছিল জান্তা।

প্রসঙ্গত, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার গৃহযুদ্ধের কবলে রয়েছে। তখন থেকেই দেশটির জাতিগত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও গণতন্ত্রকামী প্রতিরোধ যোদ্ধাদের জোটের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ক্ষমতাসীন জান্তা বাহিনী।

নদীবন্দর/জেএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com