খুলনার ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ঝিলের ডাঙ্গা নামক স্থানে ইজিবাইক ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। নিহতদের ২ জন পুরুষ ১ মহিলা।
সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, তাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ছিল ৬ কিলোমিটার।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশের একটি দল সেখানে পৌছায়। ১ জন মহিলা ও ২ জন পুরুষ নিহত হয়েছে। আহতের সংখ্যা ৫ জন। নিহত ২ জনের লাশ ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজনের লাশ খুমেক হাসপাতালে নেওয়া হয়েছে।
নদীবন্দর/ইপিটি