জুলাই-আগস্টে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে সরকার। কেউ যদি একটি এলএমজির তথ্য দিতে পারে সেক্ষেত্রে সেই অস্ত্র উদ্ধার করা গেলে তথ্যদাতাকে ৫ লাখ টাকা, আর প্রতি রাউন্ড গুলির জন্য ৫০০ টাকা করে পুরস্কার দেওয়া হবে।
সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী এ ঘোষণা দেন।
উপদেষ্টা বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধার করে দিতে পারলে পুরস্কার দেওয়া ঘোষণা দিয়েছিলাম। কেউ যদি একটা চায়না রাইফেলের সন্ধান দিতে পারে এবং সেটি উদ্ধার হয় তাহলে তথ্যদাতা ১ লাখ টাকা পাবে। এসএমজির ক্ষেত্রে দেড় লাখ, এলএমজির ক্ষেত্রে ৫ লাখ আর প্রতি রাউন্ড গুলির জন্য ৫০০ টাকা করে দেওয়া হবে৷। কেউ যদি একটা গুলি এনে দেয় তাহলে সে ৫০০ টাকা পাবে। কেউ এলএমজি এনে দিলে ৫ লাখ পাবে। পিস্তলের ক্ষেত্রে ৫০ হাজার, শট গানের তথ্য দিলে ৫০ হাজার টাকা পাবে। এসব তথ্য যারা দিবে তাদের তথ্য গোপন রাখা হবে।
উপদেষ্টা আরও বলেন, এখন প্রচুর পরিমাণ রিক্রুটমেন্ট হচ্ছে ৷ আপনারা বলতেন আমাদের বদলি বাণিজ্য, ভর্তি বাণিজ্য নিয়ে। ভর্তি বাণিজ্যের ক্ষেত্রে যদি কোনো দুর্নীতি হয় এবং সেই তথ্য কেউ দিতে পারেন তাহলে তাকে পুরস্কার দেওয়া হবে। এ জন্য আমরা শটগানের মতো টাকা ডিক্লেয়ার করিনি। এই নিয়োগ বাণিজ্য যাতে বন্ধ হয় তাতে আমরা পদক্ষেপ নিয়েছি। গত এক বছরে আপনারা কোথাও নিয়োগ বাণিজ্যের খবর দিতে পারেননি। চেয়ারে বসার পর আমাদের বন্ধু-বান্ধব আত্মীয় স্বজনদের সখ্য বেড়ে গেছে। কেউ যদি কোথাও আমাদের কেউ যদি গিয়ে চাঁদাবাজিতে জড়িত হয় তাহলে আমাদের জানান। আমরা যদি কেউ দুর্নীতি করি সেটাও আপনারা লিখে দিয়েন, কিন্তু কেউ রং রিপোর্টিং করবেন না।