প্রতিনিয়ত অন্তর্বর্তীকালীন সরকার, উপদেষ্টা পরিষদের সদস্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ইসলামপন্থীদের নিয়ে বেফাঁস মন্তব্য করে সমালোচনার মুখে থাকা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি।
২৪ ঘণ্টার মধ্যে ফজলুর রহমানকে শোকজের জবাব দেওয়ার জন্য দলের পক্ষ থেকে বলা হয়েছিল। তবে তিনি জবাব দিতে এক সপ্তাহের সময় চেয়েছিলেন। কিন্তু দলের পক্ষ থেকে আরও ২৪ ঘণ্টা সময় বাড়িয়ে দেওয়া হয়েছে।
সোমবার (২৫আগস্ট) বিএনপির দপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে।
এর আগে রোববার ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের কটাক্ষ করে বক্তব্য দেওয়ার পর তীব্র সমালোচনা শুরু হলে ফজলুর রহমানকে শোকজ করা হয়।
নদীবন্দর/এএস