ফরিদপুরে জাতির পিতার নামে নির্মিত দুই তলা বিশিষ্ট অত্যাধুনিক বঙ্গবন্ধু মেমােরিয়াল কাজ এর অগ্রগতি পরিদর্শন করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। গতকাল সােমবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের পুরনাে বাসস্ট্যান্ড এলাকায় নির্মিতব্য এ কাজ পরিদর্শন করেন তিনি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) দীপক কুমার রায়, ফরিদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী কে এম ফারুক হােসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাে. মাসুম রেজা, এলজিইডির সিনিয়র প্রকৌশলী পিন্টু কুমার সাহা, সদর উজেলা প্রকৌশলী মাে. আজাহারুল ইসলাম, চিন্ময় কুমার, বীর মুক্তিযােদ্ধা আবুল ফয়েজ শাহনেয়াজ, বীর মুক্তিযােদ্ধা নজরুল ইসলাম, বিশিষ্ট ঠিকাদার মাে. ইমতিয়াজ আসিফ, সিদ্দিকুর রহমান প্রমূখ। এসময় জেলা প্রশাসক কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।
একই সাথে কাজটি যাতে দ্রুত সময়ের মধ্যে শেষ হয় সেই নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য, ওই স্থানে প্রায় পঞ্চাশ শতাংশ জমির ওপর নির্মিত বঙ্গবন্ধু মেমােরিয়াল কাজটি আগামী এক বছরের মধ্যে শেষ করার কথা রয়েছে। এ কাজের নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক কোটি ৬৯ লাখ টাকা। কাজটি নির্মাণ করছেন ফরিদপুরের বিশিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ইমতিয়াজ আসিফ কনস্ট্রাকশন।
নদী বন্দর / জিকে