ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে ৪টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২৫ জন। সংর্ষের ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুরের শিবচরের পাঁচ্চরে ঘটে এ দুর্ঘটনা।
মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট সবুজ মিঞা জানান, সকালে ফরিদপুর থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের পাঁচ্চরে আসলে নিয়ন্ত্রণ হারায় চালক।
এ সময় বাসটি সড়কের ডিভাইডারে উপরে উঠে যায়। এতে আহত হয় ৫ জন। পরে গোল্ডেন লাইন পরিবহনকে পেছনে আরো ৩টি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে আহত হয় আরো ২০ জন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। ৪টি বাসের সংঘর্ষের পর এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে হাইওয়ে পুলিশের সদস্যরা।
নদীবন্দর/জেএস