পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মী ও বিক্ষুদ্ধ জনতার ধাওয়া-পাল্টা ধাওয়ার জেরে কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে এই মুহূর্তে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিকেল থেকে শুরু হওয়া এই সংঘর্ষের পর সন্ধ্যায় এমন পরিস্থিতি দেখা যায়।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কার্যালয়টির সামনে গিয়ে দেখা যায়, সেখানকার সামনের সড়কে পুলিশের এপিসি গাড়ি ও জলকামান এনে রাখা হয়েছে। পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
এর আগে বিকেলে জাপার এই কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। যদিও পুলিশ চলে আসায় কার্যালয়ের বড় ধরনের ক্ষতি করতে পারেনি হামলাকারীরা।
এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এছাড়া কয়েকজন পুলিশ সদস্যকে ইট ছুড়তেও দেখা যায়।
নদীবন্দর/ইপিটি