1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
আজ ৩ দলের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা, আলোচনা যে বিষয়ে - Nadibandar.com
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
নদীবন্দর, ঢাকা
  • আপডেট টাইম : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২ বার পঠিত

তিনটি রাজনৈতিক দলের সঙ্গে আজ (রোববার) বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দলগুলো হলো- বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ এই বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এর আগে শনিবার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধান উপদেষ্টা। তিনি নুরকে ফোন করেন এবং তার শারীরিক অবস্থার বিস্তারিত জানেন।

ফোনালাপে প্রধান উপদেষ্টাকে শুক্রবারের ঘটনার বিস্তারিত জানান নুর। এসময় ড. ইউনূস তদন্ত করে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তাকে।

এর আগে গত শুক্রবার রাতে নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

একই দিন সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরসহ বেশ কয়েকজন আহত হন। এর মধ্যে নুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢামেকের আইসিইউ রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানেও তিনি সেখানেই চিকিৎসাধীন।

ঢামেকের চিকিৎসকরা জানান, নুরের মাথায় আঘাত রয়েছে। এছাড়া নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে। এই হামলার পরে জাপা নিষিদ্ধের দাবি তুলেছে গণঅধিকারসহ কয়েকটি দল। হামলায় জড়িতদের বিচারও চাওয়া হয়েছে।

নদীবন্দর/জেএস

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com