চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলায় অনেকে গুরুতর আহত হয়েছেন। এই সশস্ত্র হামলার উসকানি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়ার বিরুদ্ধে। এই অভিযোগ সামনে আসার পর তাকে বহিষ্কার করেছে বিএনপি।
রোববার (৩১ আগস্ট) বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টিসহ দলের নির্দেশনা অমান্য করে সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার জন্য গঠনতন্ত্রের বিধান মোতাবেক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়াকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাত থেকে স্থানীয়দের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শতাধিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন চবি ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।
নদীবন্দর/জেএস