রাজধানীতে যানজট ও জনদুর্ভোগের কথা বিবেচনা করে মঙ্গলবারের প্রতিষ্ঠাবার্ষিকীর পূর্বঘোষিত র্যালি বাতিল করেছে বিএনপি। এর পরিবর্তে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি স্বেচ্ছাশ্রমে খাল-নর্দমায় পরিচ্ছন্নতা অভিযানের কর্মসূচি পালন করবে।
সোমবার (১ সেপ্টেম্বর) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভিডিও বার্তায় র্যালি বাতিল ও মহানগরের নতুন কর্মসূচির কথা জানান।
তিনি বলেন, আমরা আমাদের কর্মসূচির মধ্যে কিছুটা পরিবর্তন নিয়ে এসেছি বিশেষ করে ঢাকায়। আপনারা জানেন যে আগামীকাল (মঙ্গলবার) আমাদের র্যালির কর্মসূচি রয়েছে; সেই র্যালি কর্মসূচিটি আমরা বাতিল করেছি।
তিনি আরও বলেন, আমরা র্যালির কর্মসূচি বাতিল করেছি এই কারণে যে, একটা র্যালি অনুষ্ঠিত হলে গোটা শহর স্তব্ধ হয়ে যায়। এতে মানুষের প্রচণ্ড দুর্ভোগ হয়, যানজট সৃষ্টি হয়। এই জনদুর্ভোগের কথা চিন্তা করেই আগামীকালের র্যালির কর্মসূচি বাদ দিয়েছি।
রিজভী বলেন, এর পরিবর্তে আগামীকাল (মঙ্গলবার) ঢাকা উত্তর এবং দক্ষিণ বিএনপি দুই এলাকায় যে সমস্ত খাল-ড্রেন-নর্দমা রয়েছে সেগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করার অভিযানে তারা নামবে। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ এবং অন্যান্য অঙ্গ সংগঠন তাদের সাথে থাকবে। মহানগরের দুই এলাকায় যে সমস্ত খাল এবং নদী অথবা ড্রেন-নর্দমা যেগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করার জন্য তারা ব্লিচিং পাউডারসহ যা যা লাগে সেসব নিয়ে তারা কর্মসূচি পালন করবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে। কর্মীরাই এই কাজ করবে, কাউকে ভাড়া করে নিয়ে এসে করা হবে না।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা আড়াইটায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে থেকে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আয়োজন করার কথা ছিল।
নদীবন্দর/ইপিটি