1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
সীমানা নিয়ে আদালতের কাছে প্রশ্ন তোলার সুযোগ নেই: ইসি আনোয়ারুল - Nadibandar.com
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৪ অপরাহ্ন
নদীবন্দর, ঢাকা
  • আপডেট টাইম : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩ বার পঠিত

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, সীমানা পুনরায় নির্ধারণে ইসি সর্বোচ্চ সতর্কতা ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছে। এ নিয়ে আদালতে বা অন্য কোনো কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলার সুযোগ নেই।

গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ৩০০ আসনের চূড়ান্ত সীমানার তালিকা প্রকাশ করে ইসি। এতে ২০২৩ সালের সীমানার তালিকা থেকে ৫০টির মতো আসনে পরিবর্তন আনা হয়। এতে গাজীপুরে একটি আসন বাড়িয়ে বাগেরহাটে একটি কমানো হয়। এ নিয়ে গাজীপুরে আনন্দ মিছিল হলেও বিক্ষোভ-আন্দোলন চলছে বিভিন্ন নির্বাচনি এলাকায়।

ইসি আনোয়ারুল বলেন, সীমানা পুনরায় নির্ধারণে ইসি সর্বোচ্চ সতর্কতা ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছে। এ নিয়ে আদালতে বা অন্য কোনো কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলার সুযোগ নেই।

তিনি আরও বলেন, দল নিবন্ধনের কাজ প্রায় শেষ যা চলতি মাসের মধ্যেই চূড়ান্ত হচ্ছে। এছাড়াও, অংশীজনদের সঙ্গে সংলাপ নিয়ে শীঘ্রই কমিশন যথাযথ ব্যবস্থা নেবে। সবমিলিয়ে ভোট নিয়ে কোনো প্রকার শঙ্কা নেই।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সীমানা নির্ধারণের কাজটি কমিশন নিরপেক্ষভাবে শেষ করেছে। প্রশাসনিক অখণ্ডতা, ভৌগোলিক এলাকা, সর্বশেষ আদমশুমারির কথা আইনে বলা হয়েছে। আদমশুমারির রিপোর্ট পরীক্ষা করে দেখেছি। কিছুটা অসামঞ্জস্য ও বিতর্ক রয়েছে। গত ১৬ জুনের আপডেট ভোটার সংখ্যার ওপর ৬৪ জেলার ভোটার সংখ্যা, এভারেজ সংখ্যা, টোটাল সংখ্যা পরীক্ষা করে ঠিক করেছি যে কোথায় খুব বেশি, কোথায় খুব কম। সেটা বিবেচনায় নিয়ে খসড়া করেছি। সেই খসড়ার ওপর দাবি-আপত্তি আসলে, শুনানি করে বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, আদমশুমারির যাতে গ্যাপ না থাকে সেজন্য ভোটার সংখ্যাকেও বিবেচনায় নেওয়ার চেষ্টা করেছি। মোট ৪০টিও হতে পারে, আবার ৪৬টি আসনেও পরিবর্তন হতে পারে।

এক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, সীমানা নিয়ে আন্দোলন কারা করছে, কেন করছে, তারা কী বলতে চাচ্ছে আমরা সেটা এখনও জানি না। কেননা, আঞ্চলিকতা, রাজনৈতিক বিষয়, স্থানীয় বিষয় থাকে।

সীমানা নির্ধারণে প্রায়োরিটি কোনটা দিয়েছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোথাও প্রশাসনিক বিষয় একমাত্র হিসেবে নিলে এক ধরনের সমস্যা হয়। আবার ভৌগোলিক বাদ দিলে একরকম সমস্যা হয়। কাজেই সবকিছুই বিবেচনায় নেওয়া হয়েছে।

গাজীপুরে বাড়ল বাগেরহাটে কমল কেন- এমন প্রশ্নেন জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, ভোটার সংখ্যার ভিত্তিতে সবচেয়ে বেশি ছিল গাজীপুরে, কম বাগেরহাটে। ৪ লাখ ২০ হাজার ছিল গড়। এটা ধরলেও বাগেরহাটে কমই থাকে। ক্ষেত্রবিশেষে ভোটার সংখ্যা আমলে নেওয়া হয়েছে। আমরা বিব্রত নই। শতভাগ ত্রুটিপূর্ণ করার চেষ্টা করেছি।

কোথাও আনন্দ কোথাও বিক্ষোভ চলছে, এ বিষয়ে কী বলবেন- এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আইনের ভাষায় কোনো লাভ আছে বলে মনে হয় না।

নদীবন্দর/ইপিটি

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com