রাজধানীর মগবাজার ইস্পাহানী কলোনি এলাকায় বহুতল ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. মজনু (২০)। গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পিয়ার তলা গ্রামে। তিনি ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন। ওই ভবনেই থাকতেন। তার বাবার নাম নূর মোহাম্মদ।
নিহতের সহকর্মী বিপ্লব জানান, ইস্পাহানী কলোনি এলাকায় নির্মাণাধীন ১৩ তলা ভবনে কাজ করার সময় ‘অসাবধানতাবশত’ নিচে পড়ে যান মজনু। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে দুপুর পৌনে তিনটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
নদী বন্দর / এমকে