1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
সকাল থেকে রাজধানীতে বৃষ্টি, ভোগান্তিতে অফিসযাত্রী ও শিক্ষার্থীরা - Nadibandar.com
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন
নদীবন্দর, ঢাকা
  • আপডেট টাইম : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩ বার পঠিত

রাজধানী ঢাকায় রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি শুরু হয়েছে। দিনের শুরুতে বৃষ্টি হলেও দুপুর পর্যন্ত তা থামেনি। বরং কখনো হালকা, কখনো মাঝারি বৃষ্টিতে দিনে দিনে বাড়তে থাকে দুর্ভোগ। শহরের অনেক এলাকায় দেখা গেছে যানজট, আবার কোথাও দেখা দিয়েছে গণপরিবহন সংকট। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা।

সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর, ঝিগাতলা, ট্যানারী মোড়, ধানমন্ডি, শাহবাগ, গাবতলী ও আজিমপুর এলাকা ঘুরে দেখা গেছে, বৃষ্টির কারণে স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে। বাস এবং রিকশার সংকট ছিল স্পষ্ট। অনেকেই ছাতা মাথায় দিয়ে কিংবা পলিথিনে নিজেকে মুড়ে হাঁটতে দেখা গেছে।

ঝিগাতলার নতুন রাস্তার বাসিন্দা রাকিব হোসেন বলেন, বর্ষার শেষ সময়, বৃষ্টি হওয়া অস্বাভাবিক নয়। কিন্তু হঠাৎ হঠাৎ এমন বৃষ্টিতে বিপদে পড়তে হয়। আজ অফিসে দেরি হয়ে যাচ্ছে।

মোহাম্মদপুর থেকে আসা কলেজ শিক্ষার্থী মুত্তাকিম আল হাসান বলেন, সকাল ৯টার ক্লাস মিস করেছি। এখন যাচ্ছি দ্বিতীয় পিরিয়ড ধরতে। রিকশা ভাড়া দ্বিগুণ হয়েছে, তাও রিকশা পাচ্ছি না।

নওগাঁ থেকে বেড়াতে এসে রাজধানীতে আটকে পড়েন লাইলী আনজুমান। তিনি বলেন, তিন দিন থাকার পর আজ সকালে ফিরব ভেবেছিলাম। কিন্তু এক ঘণ্টা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থেকেও কোনো রিকশা বা সিএনজি পাইনি।

সাধারণ নগরবাসীর অভিযোগ, বৃষ্টি শুরু হলেই রিকশা ও সিএনজি চালকদের আচরণ পাল্টে যায়। তারা যাত্রী তুলতে চায় না, আর পেলেই বাড়তি ভাড়া হাঁকে। অথচ কর্তৃপক্ষ চাইলে এই অবস্থা নিয়ন্ত্রণে আনতে পারত।

বৃষ্টি যেমন মানুষকে ঘরবন্দি করেছে, তেমনি অনেককে করেছে অস্থির। যানজটে আটকে থাকা মানুষজনের মধ্যে দেখা গেছে চরম ক্লান্তি ও বিরক্তি।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এ অবস্থা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। ফলে নগরজীবনে সাময়িক দুর্ভোগ আরও বাড়তে পারে বলেই ধারণা করা হচ্ছে।

বৃষ্টি হলে নগরবাসী যে দুর্ভোগে পড়েন, তার বড় অংশের কারণ নগরের অপরিকল্পিত অবকাঠামো ও পরিবহন ব্যবস্থা। সময়মতো গণপরিবহন না পাওয়া, রিকশার সংকট এবং অতিরিক্ত ভাড়ার অভিযোগ প্রতিবছরই ওঠে। তবে এই সমস্যা সমাধানে কোনো কার্যকর উদ্যোগ নেই বললেই চলে।

নদীবন্দর/এএস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com