রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১১ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসামের ঢেকিয়াজুলি এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৯ ছিল বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানালেন আবহাওয়া অধিদপ্তর বলছে, এই মাত্রা ছিল ৫ দশমিক ৮।
ইউএসজিএস বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের উদলগুড়ি থেকে ১৪ কিলোমিটার পূর্বে। এর উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটানেও কম্পন অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
নদীবন্দর/জেএস