বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
রোববার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
বৈঠকে তারেক রহমান শিগগিরই দেশে ফেরা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান সাবেক এই প্রতিমন্ত্রী। তিনি বিএনপি গঠিত একটি টিমের প্রধান। এই টিমে লুৎফুজ্জামান বাবর ছাড়াও সাবেক সিনিয়র সচিব ও কয়েকজন সাবেক পুলিশ কর্মকর্তা রয়েছেন। বৈঠকে তারাও ছিলেন।
এর আগে দীর্ঘ ১৯ বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। রোববার ৪টা ২২ মিনিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন তিনি। এ সময় তার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।
বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা (অব) লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ আরো ছিলেন বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী, সিনিয়র সচিব নাসিমূল গণি এবং পুলিশের (আইজি) বাহারুল আলম।
নদীবন্দর/জেএস