1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
ধর্ষণের শিকার শিশুর স্বজনদের সঙ্গে চিকিৎসকের কুরুচিপূর্ণ ভিডিও ভাইরাল - Nadibandar.com
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
আজ যারা বিপ্লব করতে চান, তাদেরকে মানুষের কাছে চলে যেতে হবে: মির্জা ফখরুল ধর্ষণের শিকার শিশুর স্বজনদের সঙ্গে চিকিৎসকের কুরুচিপূর্ণ ভিডিও ভাইরাল যেদিন থেকে টানা ৪ দিনের ছুটি শুরু অনলাইন জুয়ায় জড়ালে ২ বছরের কারাদণ্ড ও কোটি টাকা জরিমানা সরকারকে সোজা করতে রাজপথে নেমেছি: গোলাম পরওয়ার মাইকে ঘোষণা দিয়ে চার মাজার ভাঙচুরের ঘটনায় ২২০০ জনের বিরুদ্ধে মামলা নির্ধারিত দামের সঙ্গে বাজারদরের বিস্তর ফারাক মিস ইউনিভার্স বাংলাদেশ মুকুট জিতলেন তানজিয়া জামান মিথিলা বিশ্ববিদ্যালয়ে নারীদের লেখা বই নিষিদ্ধ করল তালেবান ‘ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে শর্ত হয়রানির হাতিয়ার হতে পারে’
নদীবন্দর, পঞ্চগড়
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২ বার পঠিত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবুল কাশেমের একটি বিতর্কিত ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে ভর্তি এক শিশুর বাবা ও স্বজনদের সঙ্গে তিনি কুরুচিপূর্ণ, অপমানজনক, কটূক্তিমূলক ও হুমকিসূচক ভাষায় কথা বলছেন।

ভিডিওতে চিকিৎসকের মুখে লোকার ভাষায় বলতে শোনা যায়, ‘এই ব্যাটা থানা যায় পরে রহিবো। বুঝিন নাই। কাগজ খান নিয়ে থানা যায় পরে রহিস। কি বালটা করবি করিস। হাসপাতালটা তোমরা চিড়িয়াখানা পাইছো। চিড়িয়াখানার মতো ভর্তি হবা। বেলেট কিনে নিয়ে যায় বাল কামাবা। মান-সম্মান তোমাদের কিছু নাই রে। একবারে নাক ফাটায় দিবো। থতমা উড়াই দেবো। নিজে মারামারি করার চিকিৎসাও করো। মুই মাইরা দিবা পারো। একদম থতমা উল্টায় দিম।’

এই ভিডিও প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠে। অনেক মানুষ ভিডিওটি শেয়ার করে কড়া প্রতিক্রিয়া জানান। কমেন্টে অনেকে বলেন, এ ধরনের অমানবিক আচরণের জন্য সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।

ভিডিওটির কমেন্টে শাহজাহান সোহেল নামে একজন ফেসবুক ব্যবহারকারী লেখেছেন, তাকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের জোর দাবি জানাচ্ছি।

রফিকুল ইসলাম নামে একজন লেখেন, ইনি তো ডাক্তার নামে পঞ্চগড় জেলার একটা বেয়াদব মানুষ। আমার সাথেও খারাপ ব্যবহার করেছে। আমার মা হাসপাতালে সারারাত ভর্তি ছিল, কিন্তু সকালে রোগী দেখার সময় তিনি আমার মাকে চিকিৎসা দেননি। আমি বলতেই উনি চড়াও হয়ে বলেন, ‘আপনার মা তো পালাতক রুগি, রাতে নাকি পালিয়েছে’। এরপর তিনি নোংরা ভাষায় কথা বলেন ও মাস্তানির মতো আচরণ করেন।

ডা. মোজাম্মেল হক নাহিদ নামে একজন লেখেছেন, মেডিকেল সাইন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ‘কাউন্সেলিং’। রোগী ও স্বজনদের সঙ্গে ভালো আচরণ করে ৭০-৭৫ শতাংশ রোগী ম্যানেজ করা সম্ভব। একজন বিসিএস সিনিয়র চিকিৎসক হয়ে এমন ভাষায় কথা বলা অনুচিত। এরকম কিছু ডাক্তারের জন্য গোটা চিকিৎসক সমাজকে অপমান সহ্য করতে হয়। সংশোধন হোন, সম্মান এমনি আসবে।

রাজাবুল ইসলাম রাজা নামে একজর লেখেন, এই ডাক্তারের ভাষা খুবই অশালীন। আমি একজন উপসহকারী কৃষি অফিসার পরিচয় দেওয়ার পরও উনি খারাপ ব্যবহার করেছেন। একজন ডাক্তারের মুখে এমন ভাষা মানায় না।

খলিলুর রহমান প্রধান নামে একজন লেখেন, এমন মানুষের কাছ থেকে এই ব্যবহার আশা করা যায় না। মনে হচ্ছে ছোট জাতের মানুষ। ভাষা শুনলেই বোঝা যায়। সেলিনা আমিন কাজল লেখেন, ওই ডাক্তারের বাচ্চা, তোর চেয়ে গ্রামের চাষারাও ভালো।

এ বিষয়ে সেই ডা. আবুল কাশেমকে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, ভিডিওটি দেখার পরপরই ওই চিকিৎসককে শোকজ করা হয়েছে। শোকজের জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নদীবন্দর/জেএস

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com