1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
রাতেই যেসব জেলায় তীব্র বজ্রপাত ও ভারী বৃষ্টি হতে পারে - Nadibandar.com
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন
নদীবন্দর, ঢাকা
  • আপডেট টাইম : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬ বার পঠিত

দেশের পাঁচ জেলায় তীব্র বজ্রপাত ও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপরে আজ (শনিবার) রাতে তীব্র বজ্রপাত ও ভারি বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম জেলার ওপরে তীব্র বজ্রপাত ও মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হতে পারে।

এদিকে, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ২৪ সেপ্টেম্বরে একটি লঘূচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ অবস্থায় রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া এ সময়ে সারাদেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

নদীবন্দর/ইপিটি

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com