দক্ষিণের দুই জেলা বরগুনা ও পিরোজপুরে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী দল বিএনপি।
রোববার (২১ সেপ্টেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর মধ্যে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে নজরুল ইসলাম মোল্লাকে আহ্বায়ক ও হুমায়ুন হাসান শাহীনকে সদস্যসচিব করা হয়েছে।
অন্যদিকে নজরুল ইসলাম খানকে আহ্বায়ক ও সাইদুল ইসলাম কিসমতকে সদস্যসচিব করে পিরোজপুর জেলা বিএনপির কমিটি দেওয়া হয়েছে।
বরগুনা জেলা বিএনপির আংশিক কমিটিতে ফজলুল হক মাস্টারকে প্রথম যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
অন্যদিকে পিরোজপুর জেলা কমিটিতে আহ্বায়ক ও সদস্যসচিব ছাড়াও এলিজা জামান (প্রথম) যুগ্ম আহ্বায়ক ও সদস্য করা হয়েছে অধ্যাপক আলমগীর হোসেনকে।
নদীবন্দর/ইপিটি