আদালতের নির্দেশে নয় বিএনপির চেয়ারপারসনকে সরকারের নির্বাহী আদেশে সাজা দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
এমন অভিযোগের যৌক্তিকতা প্রমাণ করতে তিনি বলছেন, আদালত নয় সরকারের নির্বাহী আদেশেই বেগম জিয়ার সাজা স্থগিত হয়েছে। এতে প্রমাণ হয় সাজাও দেয়া হয়েছিলো সরকারের আদেশে।
শনিবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।
গয়েশ্বর রায় প্রশ্ন তুলে বলেন, আদালতের কার্যক্রমের মধ্য দিয়ে যদি বেগম জিয়ার জেল হয়ে থাকে, তাহলে একই কার্যক্রমের মাধ্যমে তার জামিন হলো না কেনো?
খালেদা জিয়ার জামিন পাওয়ার শতভাগ অধিকার আছে বলেও মন্তব্য করেন তিনি।
খালেদা জিয়ার সাজা স্থগিত বিষয়টি নিয়ে গয়েশ্বর বলেন, আগে তিনি (খালেদা জিয়া) কারাবন্দী ছিলেন, এখন গৃহবন্দী হয়েছেন।
দলের নেতারা বেগম জিয়ার সঙ্গে দেখা করতে পারছেন না বলে মন্তব্য করে তিনি বলেন, কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আগে নেতাকর্মীরা দেখা করার সুযোগ পেতেন। কিন্তু এখন অদৃশ্য বাধার কারণে দেখা করা যাচ্ছে না।
নদী বন্দর/এএম