1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
টঙ্গীতে দগ্ধ ফায়ার সার্ভিসের এক কর্মীর মৃত্যু - Nadibandar.com
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন
নদীবন্দর, ঢাকা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮ বার পঠিত

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামের আগুন নেভাতে গিয়ে দগ্ধ শামীম আহমেদ (৪২) নামের এক ফায়ার সার্ভিস কর্মী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সোমবার টঙ্গী এলাকার একটি কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় আমাদের এখানে চারজন এসেছিল। শামীম আহমেদ নামে একজন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে মারা যান। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় তিনজন আমাদের এখানে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া উইংয়ের তালহা বিন জসিম জানান, সোমবার টঙ্গীর কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় ফায়ার ফাইটার শামীম আহমেদ বিকেল ৩টায় মারা গেছেন। তিনি টঙ্গীর ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। মাগরিবের নামাজের পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে তার জানাজা অনুষ্ঠিত হবে।

জানা যায়, গত ২২ সেপ্টেম্বর সাহারা মার্কেট এলাকার একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নেভাতে গিয়ে ফায়ার ফাইটার শামীম আহমেদ গুরুতরভাবে দগ্ধ হন। পরে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অদ্য ২৩ সেপ্টেম্বর দুপুর ৩টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ফায়ার ফাইটার শামীম আহমেদ নেত্রকোণা জেলার সন্তান। তার জন্ম ১৯৮৫ সালের ১৬ ফেব্রুয়ারি। ২০০৪ সালের ১৬ আগস্ট ফায়ার সার্ভিসে যোগদান করেন তিনি। দীর্ঘ ২১ বছরের কর্মজীবনে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে গেছেন এই ফায়ার ফাইটার।

ব্যক্তিজীবনে তিনি বিবাহিত এবং তিন সন্তানের জনক ছিলেন। সহকর্মীরা জানান, দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করে শামীম আহমেদ প্রকৃত বীরের মর্যাদা অর্জন করেছেন। স্থানীয়রা এবং সহকর্মীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

নদীবন্দর/ইপিটি

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com