রাজবাড়ীর গোয়ালন্দে নিলামে তোলা হয়েছে ২৫ কেজি ওজনের বিশাল একটি পাঙাশ মাছ। পুরো মাছটির দাম হাঁকা হয়েছে ৬২ হাজার ৫০০ টাকা।
উপজেলার দৌলতদিয়া অংশের পদ্মানদীতে জেলে রতন হালদারের জালে ধরা পড়েছে বিশাল পাঙাশ মাছটি।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় দৌলতদিয়া ৫ নম্বর ফেরীঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি ৬২ হাজার ৫০০ টাকায় কিনে নেন।
মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, জেলে রতন হালদার জালে মাছটি ধরা পড়লে তিনি দৌলতদিয়া মাছ বাজারের মোহন মন্ডলের আড়তে মাছটি নিয়ে আসেন। সেখানে উম্মুক্ত নিলামের মাধ্যমে আমি ২ হাজার ৫শ টাকা কেজি দরে মাছটি কিনে নিয়েছি। এখন কেজিতে কিছু লাভ রেখে মাছটি বিক্রি করে দেব।
নদীবন্দর/জেএস