ফরিদপুরে দুই নাতিকে বাঁচাতে গিয়ে দাদিসহ তিনজনের কুমার নদে ডুবে মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসান চড়ে কুমারনদে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় দু’জনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
স্থানীয় বাসিন্দা সাগর মোল্লা বলেন, দুপুরে বাড়ির পাশে কুমার নদে গোসল করতে গিয়ে আপন চাচাতো ভাই দুই শিশু সোয়াদ(৬) ও তৌসিফ(৭) পানিতে ডুবে যায় ডুবে। তাদেরকে উদ্ধার করতে গিয়ে দাদি সহ তিনজনই নিখোঁজ হন। ফরিদপুর সদর উপজেলার কাপড় ইউনিয়নের পশ্চিম ভাষানচর চৌধুরী বাজার এলাকায় কুমার নদে এ ঘটনা ঘটে। তৌসিফ ও সোয়াদ ভাসান চর প্রাথমিক বিদ্যালয় এর প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছাত্র। তাদের নিখোঁজ হওয়ার বিষয়টি সঙ্গে সঙ্গে কেউ বুঝতে পারে না। বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটার দিকে নদীতে দুটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় জনতা ফায়ার সার্ভিসকে খবর দেয়। মৃতদেহ উদ্ধার করলে পরিচয় জানা যায়।
ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশন এর লিডার মোহাম্মদ নিসার আলী বলেন, আমরা পৌনে পাঁচটার দিকে দুটি মৃতদেহ নদীতে ভেসে উঠেছে বলে খবর পাই, সন্ধ্যা ছয়টার দিকে সেখানে গিয়ে তাদের উদ্ধার করলে মৃতদেহের পরিচয় জানা যায়। এ সময় অপর আরেক শিশু নিখোঁজ রয়েছে বলে তারা আমাদেরকে জানান। কিছু সময় মৃতদেহটি খোঁজার পরে সন্ধ্যার কারণে আমরা অভিযান সমাপ্তি টানি। শুক্রবার সকাল পর্যন্ত যদি নিখোঁজ মৃত দেহটি না পাওয়া যায় তাহলে আমরা আবার অভিযান শুরু করব।
নদীবন্দর/জেএস