‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনের এলাকা সকাল থেকেই স্লোগানে মুখরিত হয়ে উঠেছে। ব্যানার-ফেস্টুন হাতে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ৯টা থেকেই ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, তিতুমীর কলেজ, বাঙলা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শিক্ষা ভবনের দিকে আসতে থাকেন। ধীরে ধীরে গোটা এলাকা আন্দোলনমুখর হয়ে ওঠে।
শিক্ষার্থীদের কণ্ঠে ধ্বনিত হয়— ‘অধ্যাদেশ চাই, আজই চাই’, ‘সময় দাও, রোডম্যাপ দাও’, ‘শিক্ষার অধিকার কেড়ে নিলে চলবে না’, ‘সিন্ডিকেটের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘প্রশাসনের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ সহ বিভিন্ন ধরনের স্লোগানে মুখর হয়ে ওঠে শিক্ষা ভবন এলাকা।
আন্দোলনকারীরা বলেন, প্রস্তাবিত আইন ও অধ্যাদেশ নিয়ে দীর্ঘদিন ধরে আশ্বাস দেওয়া হলেও কোনো নির্দিষ্ট সময় বা কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
শিক্ষার্থীদের দাবি, দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অধ্যাদেশের রোডম্যাপ ঘোষণা করা হোক।
এদিকে আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষা ভবনের সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ সদস্যরা এলাকাজুড়ে অবস্থান নিয়েছেন। তবে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
সাত কলেজ আন্দোলনের নেতারা জানিয়েছেন, সরকার যদি দ্রুত সিদ্ধান্ত না নেয়, তাহলে পরবর্তী ধাপে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। তাদের দাবি, সময়ক্ষেপণ না করে আইন ও অধ্যাদেশ চূড়ান্ত করে শিক্ষার্থীদের অনিশ্চয়তা দূর করতে হবে।
আন্দোলনকারীরা বলছেন, অধিকার আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
নদীবন্দর/জেএস