1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যা, সিসিটিভি ফুটেজে চাঞ্চল্যকর তথ্য - Nadibandar.com
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন
নদীবন্দর, ঢাকা
  • আপডেট টাইম : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৫ বার পঠিত

পুরান ঢাকার আরমানিটোলায় খুন হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে নতুন তথ্য সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় পাশের একটি ভবনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে দুই যুবকের দৌড়ে পালিয়ে যাওয়ার দৃশ্য।

ফুটেজে দেখা গেছে, একজন যুবকের পরনে ছিল কালো টি-শার্ট, অন্যজনের গায়ে ছিল গোলাপি রঙের টি-শার্ট। তবে ভিডিওটি অস্পষ্ট হওয়ায় তাদের চেহারা স্পষ্ট বোঝা যায়নি।

পুলিশ সূত্র বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই দুই যুবকের মধ্যে একজন হতে পারে জুবায়েদের টিউশনিতে পড়া এক ছাত্রীর প্রেমিক। বিষয়টি নিশ্চিত হতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আশপাশের অন্যান্য ভবনের ভিডিও ফুটেজও সংগ্রহ করা হচ্ছে।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় পুরান ঢাকার পানির পাম্প গলির একটি বাসার সিঁড়ি থেকে জুবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সেখানেই একটি পরিবারকে গণিত পড়াতেন তিনি।

জুবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তার বাড়ি কুমিল্লায়।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, জুবায়েদের মরদেহ উদ্ধারের পর প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, কে বা কারা তাকে খুন করেছে। তবে সব দিক থেকেই তদন্ত চলছে।

নিহতের রাজনৈতিক পরিচিতি ও ঘটনাস্থলের স্পর্শকাতরতা বিবেচনায় পুলিশ অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত পরিচালনা করছে। স্থানীয়দের সঙ্গে কথা বলাসহ সম্ভাব্য প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা না গেলেও তদন্তে অগ্রগতি হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট একাধিক সূত্র। তবে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

নদীবন্দর/জেএস

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com