অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আজ শুক্রবার (৩১ অক্টোবর) শেষ হচ্ছে। গত ১২ ফেব্রুয়ারি গঠিত এই কমিশনটি সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য সৃষ্টি এবং গুরুত্বপূর্ণ সংস্কার বিষয়ে সুপারিশ প্রস্তাবনার কাজ করেছে।
কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ড. মুহাম্মদ ইউনূস এবং সহসভাপতি ছিলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ। এছাড়াও, নির্বাচনব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, এবং দুর্নীতি দমন সম্পর্কিত সংস্কার কমিশনগুলোর প্রধানরা এর সদস্য হিসেবে কাজ করেছেন।
মূলত ছয় মাসের জন্য গঠিত এই কমিশনের মেয়াদ ১৫ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও, কার্যক্রম সমাপ্ত না হওয়ায় তা দুই দফায় এক মাস করে এবং সর্বশেষ তৃতীয় দফায় ১৫ দিন বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়।
আগামী নির্বাচনকে সামনে রেখে, এই ঐকমত্য কমিশন ছয়টি গুরুত্বপূর্ণ বিষয়ে (নির্বাচনব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন) গঠিত সংস্কার কমিশনগুলোর সুপারিশগুলো আমলে নিয়ে একটি জাতীয় ঐকমত্যে পৌঁছানোর জন্য বিভিন্ন রাজনৈতিক দল ও পক্ষের সঙ্গে আলোচনা করে। কমিশনের নেতৃত্বে ইতোমধ্যে জুলাই ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদ ২০২৫ প্রস্তুত করে সরকারের কাছে জমা দেওয়া হয়েছে।
নদীবন্দর/জেএস