চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের দলীয় প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৫ নভেম্বর) বিকাল সোয়া ৫ টার দিকে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় গুলির ঘটনা ঘটে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, গুলিবিদ্ধ মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ চট্টগ্রাম-৮ আসন বিএনপির সম্ভাব্য মনোনয়ন পেয়েছেন। এই ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে এরশাদ উল্লাহর গণসংযোগে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন।
নদীবন্দর/জেএস