বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বায়ান্নর চেতনা আমাদের চেতনাকে শানীত করেছে বলেই আজও আমরা কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে লড়াই করতে পারছি। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের চেতনার উৎসভূমি হচ্ছে বায়ান্নর ভাষা আন্দোলন।’
রোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে দলের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামের পেছনে রয়েছে অধিকার হারানোর বেদনা। আর অধিকার হারানোর বেদনা থেকেই অধিকার প্রতিষ্ঠার রক্তক্ষয়ী সংগ্রাম।’
তিনি বলেন, ‘স্বাধীনতা পরবর্তী সময়ে আপনারা দেখেছেন স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করা হয়েছে। একদলীয় শাসনের মাধ্যমে সব দল বন্ধ করে, সব গণমাধ্যম বন্ধ করে।’
তিনি আরও বলেন, ‘আজ খালেদা জিয়াকে বন্দী করেছে। তাকে বন্দী না করলে দিনের ভোট রাতে করা যেত না। একদলীয় কতৃত্ববাদী শাসন, মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করা যেত না। সেগুলো প্রতিষ্ঠা করা হয়েছে বলেই আজ তিন বছর বেগম খালেদা জিয়া বন্দী।’
রিজভী আরো বলেন, ‘বায়ান্নর যে রক্তস্নাত চেতনা, সেদিনের যে আত্মত্যাগ সেটা আসলে ছিল অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। সেটা আজও আমাদের উদ্বুদ্ধ করে, আমাদের সাহসী করে।’