হাকিমপুরের হিলি সীমান্তে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এবার দুই বাংলার মিলনমেলা বসছে না। ২০১৫ সাল থেকে দুই বাংলার আয়োজনে দিবসটি উদযাপন হয়ে আসছে। কিন্তু করোনার কারণে এবার তা হচ্ছে না।
আয়োজক কমিটি জানায়, হিলি সীমান্তের শূন্য আঙিনায় (বাংলাদেশ অংশে) স্থাপিত অস্থায়ী শহিদ মিনার ঘেঁষে বিশাল মঞ্চ তৈরি করা হয়। সেখানে দুই দেশের রাজনৈতিক, সমাজসেবী ও সাংস্কৃতিক ব্যক্তিদের নিয়ে চলে দিনব্যাপী আলোচনা সভা, গান, নৃত্য আর কবিতার আসর। কিছুক্ষণের জন্য হলেও সব ভেদাভেদ ভুলে যান এ দুই দেশের বাংলাভাষী মানুষ। তবে মহামারি করোনার কারণে এবার হিলি সীমান্তে বসছে না মিলনমেলা।
প্রথম উদ্যোক্তা ও সাপ্তাহিক আলোকিত সীমান্তের সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ জানান, এবার করোনার কারণে হিলি সীমান্তে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান হচ্ছে না। ভারতের পশ্চিম বাংলার বালুরঘাট ও আমাদের এখানকার আয়োজকদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে সীমান্তে এই আয়োজন অব্যাহত রাখতে ঐদিন ওপার বাংলার আয়োজকদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে একুশের আলোচনাসভা করা হবে। ২০১৫ সাল থেকে স্থানীয়দের সহযোগিতায় হিলি সীমান্তে এ আয়োজন করা হচ্ছে।
নদী বন্দর / জিকে