1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
নদী দখল ও দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি - Nadibandar.com
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:৩৩ পূর্বাহ্ন
নদী বন্দর (সাভার) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ১৭৯ বার পঠিত

সাভারে বংশী নদী দখল ও দূষণকারীদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেয়ার দাবিতে সাভারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাভার নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদ।

আজ শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের থানা বাস স্ট্যান্ড, বঙ্গবন্ধু চত্বর ও বংশী নদীতে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। 

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, সাভার নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদের সভাপতি রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক শামসুল হকসহ বিভিন্ন পরিবেশবীদসহ সমাজের সর্বস্তরের মানুষজন অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, সাভারের একটি প্রভাবশালী মহল সাভারের ঐহিত্যবাহী বংশী নদীর তীর দখল করে বিভিন্ন দোকানপাট ও ঘরবাড়ি নির্মাণ করে ভাড়া দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এতে করে নদীর পানি প্রবাহের গতি কমে যাওয়ায় বিভিন্ন স্থানে বর্ষার সময় জলাবদ্ধতা দেখা দেয়।

নদী বন্দর/এএম

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com