গতকাল রবিবার বগুড়া গাবতলীর কাগইল বাজার বনিক সমিতির আয়োজনে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও নবনির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে কাগইল নায়েব উল্লা সিনিয়র আলিম মাদরাসা মাঠে আলোচনা সভা বনিক সমিতির উপদেষ্টা আব্দুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাবতলী মডেল থানার ওসি তদন্ত আনোয়ার হোসেন। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন কাগইল ইউপি চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন, প্যানেল চেয়ারম্যান সাজেদুর রহমান শামিম, মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মজিদ, বিট পুলিশিং এসআই নিরঞ্জন রায়। বনিক সমিতির উপদেষ্টা এবিএম আবু সাঈদের পরিচালনায় সংবর্ধনা সভায় নবনির্বাচিত সভাপতি আজিজুল হক স্বপন হিরা, সহসভাপতি পংকজ কুমার, পাপ্পু সরকার, মিনারুল ইসলাম, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মিলন মিয়া, কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম সুরুজ, সহ-সাংগঠনিক সম্পাদক সাধন সরকার, কোষাধক্ষ্য বাপ্পী, সহ-কোষাধক্ষ্য স্বপন কুমার, দপ্তর সম্পাদক নুরুন্নবী, প্রচার সম্পাদক বাবলু মিয়া, শিল্প উদ্যেক্তা সম্পাদক তাপস নন্দী, ক্রিড়া সম্পাদক আলমগীর হোসেন, ধর্মীয় সম্পাদক আলমগীর হোসেন, বাজার কল্যাণ সম্পাদক হারুন অর রশিদ, আইন বিষয়ক সম্পাদক মেহেদুল ইসলাম, কার্যকারী সদস্য রেজাউল করিম, মামুন মিয়া, ইমরান আলী, উপদেষ্টা সদস্য মোস্তাফিজার রহমান, আজমল হোসেন শীষ, মলয় কুমার, আব্দুল বারী, এবিএম আবু সাঈদ, বারিকুল ইসলাম, রাজিব কুমার, বাদল দত্ত, রুহুল আমিন, ওয়াজেদ আলী ও রাহেল মন্ডলকে সংবর্ধনা প্রদান করা হয়।
নদী বন্দর / পিকে