সোমবার (২২ ফেব্রুয়ারি) ভোর থেকে ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়। এতে শ্রমিকদের মাঝে ফিরেছে আগের মতো কর্মব্যস্ততা।
বন্দর কর্তৃপক্ষ জানায়, রোববার (২২ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম বন্ধ ছিল। রোববার ভোর থেকে বন্দর দিয়ে ফের দু’দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
নদী বন্দর / জিকে